NASA Space Challenge- 2019

CSE Day Celebration
September 26, 2019
ইউআইটিএস-এর শরৎকালীন নবীনবরণে ডিএনসিসি মেয়র : প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রদান করে জাতি গঠনে ভূমিকা রাখছে ‘ইউআইটিএস’
October 19, 2019
Show all

NASA Space Challenge- 2019

বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় শুরু হয়েছে “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯” এর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। এই উপলক্ষে ২৬ সেপ্টেম্বর ২০১৯, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেসে “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯” ক্যাম্পাস এক্টিভেশন অনুষ্ঠিত হয়।

সভায় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন তথ্য এবং আইটি/সিএসই সেক্টরে ক্যারিয়ার কিভাবে গড়ে তুলা যায় সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আল ইমতিয়াজ (এসিস্ট্যান্ট প্রফেসর এন্ড হেড, সিএসই), জনাব মোঃ মাঈনুদ্দিন (লেকচারার, আইটি, মেন্টর, কম্পিউটার ক্লাব) এবং সিএসই বিভাগের সকল শিক্ষকমণ্ডলী।

রেজিষ্ট্রেশনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৯
রেজিষ্ট্রেশন লিংকঃ https://bsf.basis.org.bd/NASA-2019

সার্বিক সহযোগিতায় ছিলঃ UITS Computer Club