Winter Fest 2024-Poster Presentation, Organized by dept. of CSE

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কর্তৃক আয়োজিত উইন্টার ফেস্ট ২০২৪ এর অংশ হিসেবে মনেটাইজ ইয়োর অ্যাপস এন্ড আইডিয়াস ইন বিডিএপস-ন্যাশনাল অ্যাপস্টোর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
February 25, 2024
UITS Computer Club-New Executive Committee, 2024
February 25, 2024
Show all

Winter Fest 2024-Poster Presentation, Organized by dept. of CSE

১৮ ফেব্রুয়ারি, ২০২৪, উইন্টার ফেস্টের অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজন করে পোস্টার প্রেজেন্টেশন। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে অংশগ্রহন করে ১২টি দল। অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভুঁইয়া শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন দেখেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।বিচারকদের মধ্যে বিভাগের শিক্ষকমন্ডলীর পাশাপাশি ছিলেন টেকলজিশিয়ান সল্যুশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মোহাম্মদ চৌধুরী, স্ট্রেইটের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আল বিল্লাল খান, ও এস আইটি সল্যুশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বিচারকগণ তাদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের মধ্যে তিনটি দলকে ১ম, ২য় ও ৩য় স্থান প্রদান করেন। বিজয়ী দলরা হলো –
1st Position: Md. Fahad Mir, Mohammad Mahbub Hasan, N.M. Shomirul Haydar Shourav, Md. Alamin Islam
Topic: Multi Crop using IoT with Machine Learning.
2nd position: Yousuf Alam;
Topic: Empowering Wellness through Innovative Development
3rd position: Goalm Zilani, Towhid Sarker, Dihan Mahmud Topu, Sawon Hossen;
Topic: Web Based Question and Answering
২০ ফেব্রুয়ারি উইন্টার ফেস্ট বসন্তবরণ অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।