বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর অনলাইন কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১ ডিসেম্বর, ২০২০ খ্রি., মঙ্গলবার, সকাল ১০:৩০ টায় ঢাকার বারিধাস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। গত ১৩ নভেম্বর, ২০২০ খ্রি. প্রায় দেড় হাজার অংশগ্রহণকারী নিয়ে এ প্রতিযোগিতার প্রথম পর্ব অনলাইন মাধ্যমে শুরু হয় এবং ২২ নভেম্বরঅনষ্ঠিত দ্বিতীয় পর্বের মাধ্যমে সেরা ১০জন বাছাই করা হয়। চূড়ান্ত পর্বের মাধ্যমে ১০জন প্রতিযোগীর স্থান নির্ধারণ করে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে প্রাইজমানিসহ মূল্যবান পুরস্কার সামগ্রী তুলে দেয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টি এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা দশ-এর সাথে এক সৌজন্য সভায় মিলিত হন। সভায় তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালিত বঙ্গবন্ধুর উপর অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বঙ্গবন্ধুকে চর্চা ও গবেষণা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় অনলাইন কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসিই বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, কমিটির সদস্য সচিব ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিসেস কামরুন নাহার খান মুক্তিসহ কমিটির অন্যান্য সদস্য- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম, সিইসি বিভাগের প্রধান জনাব আল-ইমতিয়াজ, জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক এবং আইটি অফিসার জনাব আব্দুল্লাহ আল মাহফুজ উপস্থিত ছিলেন।