ইউআইটিএস-এ আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজন

রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন বসন্তকালীন সেমিস্টারের ৩০ মেধাবী শিক্ষার্থী
August 1, 2022
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন করেছে ইউআইটিএস
August 16, 2022
Show all

ইউআইটিএস-এ আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধায়নে গত ২০ জুলাই, ২০২২ খ্রি., বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘পর্যায়-২’/ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ‘পর্যায়-১’ হতে বাছাইকৃত ২৫টি দল অংশগ্রহণ করে এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে টিম “Mysterious Eagles”, “Team R.I.P” ও “Q”। প্রতিযোগিতা শেষে একটি অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রথম ১০ দলকে ক্রেস্ট প্রদান করা হয় এবং বাকি দলকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী জহিরুল ইসলাম, ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল সায়খ-সহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।