ইউআইটিএস-এ “বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪” পালন।

ইউআইটিএস-এ ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন
September 17, 2024
UITS Collaborates with the International Conference on Innovation and Technopreneurship (ICIT 2024) hosted by INTI International University Malaysia.
September 29, 2024
Show all

ইউআইটিএস-এ “বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪” পালন।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ফার্মেসি বিভাগ অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রোজ বুধবার, সকাল ১১:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাজ হলে “বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪” পালন করে। ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক অধ্যাপক ড. সুকুমার বেপারী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

সাত দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজ ইউআইটিএস-এ “বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪” পালন করা হয়। গত ১৭ই সেপ্টেম্বর থেকে ধারাবাহিক ভাবে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা, বিতর্ক প্রতিযোগিতা, ফার্মা অলিম্পিয়াড, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, পোস্টার উপস্থাপন-সহ বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেমস-এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক জনাব মোঃ তৌফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সকল শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভার সমাপনী বক্তব্যে, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন সকলকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে সপ্তাহব্যাপী চলমান “ফার্মা উইক ২০২৪” আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। আলোচনা সভার পূর্বে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।