ইউআইটিএস-এ ‘সিভিল ইঞ্জিনিয়ারিং মেগা প্রজেক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষায় স্বপ্ন ও সাধ্যের সমন্বয় সাধনের লক্ষ্যে ইউআইটিএস প্রতিষ্ঠা করেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান
November 6, 2022
ইউআইটিএস-এ আন্তঃবিশ্ববিদ্যালয় কোলাবোরেশন প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন
November 15, 2022
Show all

ইউআইটিএস-এ ‘সিভিল ইঞ্জিনিয়ারিং মেগা প্রজেক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ‘সিভিল ইঞ্জিনিয়ারিং মেগা প্রজেক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্টসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সনদ প্রদানপূর্বক সংবর্ধনা দেয়া হয়। পুরকৌশল বিভাগের উদ্যোগে অদ্য ০৯ নভেম্বর, ২০২২ খ্রি., বুধবার, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদ্মা বহুমুখী সেতু ও কর্ণফুলী টানেল প্রজেক্টের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজ সংস্কারক আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ‌ভুঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন, আইটি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ তারিকুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক জনাব মোঃ মনিরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুক-সহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।