ইউআইটিএস-এ “Preparation for Accreditation: Documentation and Evidence” এর উপর কর্মশালা অনুষ্ঠিত।

MOU Signing Ceremony between the Department of Civil Engineering, UITS and EQMS Consulting Limited, Bangladesh
January 13, 2025
Show all

ইউআইটিএস-এ “Preparation for Accreditation: Documentation and Evidence” এর উপর কর্মশালা অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক অদ্য ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রি. বুধবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “Preparation for Accreditation: Documentation and Evidence” এর উপর কর্মশালার আয়োজন করা হয়। বিএসি-এর সম্মানিত সদস্য প্রফেসর ড. এস.এম কবির-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

মাননীয় চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছি আমরা চাই ভালো ও উন্নত মানের শিক্ষা। উন্নত মানের শিক্ষার মাধ্যমেই আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো। আমরা নিজেদের, সমাজের ও দেশের পরিবর্তন আনতে পারবো। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে কাজগুলো করতে চায় সেগুলো হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান, কর্মসূচি, শিক্ষার্থীরা যেন ভালো ও উন্নত মানের শিক্ষা পায়, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ ও সমাজের কাজে লাগতে পারে তার ব্যবস্থা করা। তিনি এই কর্মশালার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে এবং কর্মশালায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

মাননীয় উপাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই কর্মশালা উচ্চশিক্ষায় উৎকর্ষতা লাভ এবং তার মান উন্নয়নে সম্মেলিত ভাবে কাজ করার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। অ্যাক্রিডিটেশন শিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা ও সার্বক্ষণিক উন্নয়নের চাবি কাঠি। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, শিক্ষণ, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার্থীদের সহায়তা, প্রশাসনিক দক্ষতা ইত্যাদির মান নির্ণয় করে। এই কর্মশালা আমাদেরকে অ্যাক্রিডিটেশন এর প্রসেসকে সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

উক্ত কর্মশালায় “Preparation for Accreditation: Documentation and Evidence” এর উপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. এস.এম কবির এবং মূল বক্তব্য উপস্থাপনের পর তিনি উপস্থিত শিক্ষকবৃন্দের বিষয় ভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন অনুষদের ডিন ড. মোঃ নাহিদুল ইসলাম, সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ। সমাপনী বক্তব্য রাখেন বিএসি-এর পরিচালক (অ্যাক্রিডিটেশন) অধ্যাপক নাসির উদ্দীন আহাম্মেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসি-এর উপ-পরিচালক (অ্যাক্রিডিটেশন) ড. রিতা পারভীন।