মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ইউআইটিএস-এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. আবু হাসান

ইউআইটিএস থেকে গোল্ড এমব্লেম পেলেন মালয়েশিয়ান মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন
February 28, 2022
স্যার সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮০তম জন্মদিন উদযাপন করেছে ইউআইটিএস
March 16, 2022
Show all

মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ইউআইটিএস-এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. আবু হাসান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপ-উপাচার্য হিসেবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর অনুমোদনক্রমে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে অদ্য ২৭ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি., রবিবার তিনি এ পদে যোগদান করেছেন।

মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর অনুমোদনক্রমে ইউআইটিএস-এর উপ-উপাচার্য হিসেবে যোগদান করায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান তার কার্যালয়ে অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. মোফাজ্জল হোসেন, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ ইকবাল হাছান, ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা ও বিওটি’র অফিস সেক্রেটারি জনাব মো. ওমর ফারুক, পিএস টু ভিসি জনাব মোস্তফা কামাল, আইটি অফিসার জনাব আব্দুল্লাহ আল মাহফুজ প্রমুখ।