পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, ২০২০ সালে একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর ৭৮ তম জন্মদিন উপলক্ষে অদ্য ১২ মার্চ, ২০২০ খ্রি. বিকাল ৩টায় রাজধানীস্থ ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর মিলনায়তনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের জন্মদিনে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও শুভেচ্ছা জানানো হয় এবং পিএইচপি পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
ইউআইটিএস-এর রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, লিগ্যাল এডভাইজার এডভোকেট ড. মো. আব্দুল মান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, ব্যবসা শিক্ষা বিভাগের প্রধান জনাব সাইয়্যেদ পারভেজ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধান, সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।