Annual Picnic Spring 2025-Matir Maya Eco Resort, Sreepur, Gazipur
May 19, 2025
Show all

ইউআইটিএস-এ “বসন্তকালীন সেমিস্টার ২০২৫-এর চূড়ান্ত পরীক্ষায় শিক্ষকগণের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর পরীক্ষা নিয়ন্ত্রক অফিস কর্তৃক ১৮ মে, ২০২৫ খ্রি., রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বসন্তকালীন সেমিস্টার ২০২৫-এর চূড়ান্ত পরীক্ষায় শিক্ষকগণের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম-এর সঞ্চালনায় উক্ত কর্মশালাটি পরিচালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ। তিনি প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, মুদ্রণ, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল জমা, ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। পরে ফলাফল-ভিত্তিক শিক্ষা (Outcome Based Education)-এর উপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন, অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ-সহ শিক্ষকবৃন্দ।