CSE Day Celebration

Professor Dr. Jamal Bari- Eastern Michigan University, USA visits UITS on 24 July, 2019
August 1, 2019
NASA Space Challenge- 2019
September 26, 2019
Show all

CSE Day Celebration

ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেসের সিএসই বিভাগের ১৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৩ সেপ্টেম্বর, ২০১৯ “সিএসই ডে” উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আ.ন.ম শরীফ(কন্ট্রোলার অফ এক্সামিনেশনস,ইউঅাইটিএস),জনাব আল ইমতিয়াজ (এসিস্ট্যান্ট প্রফেসর এন্ড হেড,সিএসই), ডঃ সুপ্রতিপ ঘোষ(এসোসিয়েট প্রফেসর,সিএসই), মোঃ তরিকুল ইসলাম ( প্রক্টর এন্ড এসিস্ট্যান্ট প্রফেসর,সিভিল),মোঃ মাঈনুদ্দিন(লেকচারার,আইটি) এবং সিএসই বিভাগের সকল শিক্ষকমন্ডলী।

১৩ সেপ্টেম্বর, ২০১৯ সারাদিন ব্যাপী কয়েকটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামিং কন্টেস্ট এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ (চ্যাম্পিয়ন টিম_ঝাঝালো,প্রথম রানারঅাপ টিম_ফোরজিরোফোর ব্রেইন নট ফাউন্ড, দ্বিতীয় রানারআপ টিম_রাইটানিক),আলোচনা সভা, এবং কেক কেটে সর্বশেষ কালচারাল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।