UITS Authority Meet the Foreign Students

ফার্মাসিস্ট দিবস
ইউআইটিএস-এ বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
October 3, 2021
UITS
ক্যাম্পাস খুলে শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস কর্তৃপক্ষ
October 11, 2021
Show all

UITS Authority Meet the Foreign Students

Some representatives of foreign students from different countries were there with the authority of the University of Information Technology and Sciences – UITS. On the 30th September 2021, foreign students from different Departments participated in a short reunion minding the COVID 19 situation. After the reunion, the University authority arranged a discussion session with the foreign students to get updated about their current conditions.
The Registrar of UITS Md. Kamrul Hasan welcomed the foreign students in the discussion session presided by the Additional Director of International Desk, UITS, Mr. Shuvo Das. Md. Kamrul Hasan described the present and future facilities for the foreign students at UITS in his speech. In this session, students have also shared some issues about their study at UITS and also living in Bangladesh which they believe should be upgraded.
The authority took their points and consoled them that these issues will be resolved as much as possible. During the session the Proctor, Dr. Md. Yasin Ali, Assistant Proctor, Md. Khalid Mahbub Khan, Public Relations Officer & Secretary to BoT office Md. Omar Faruq and representatives of foreign students were present.
“ইউআইটিএস কর্তৃপক্ষের আমন্ত্রণে বিদেশী শিক্ষার্থীদের মিলনমেলা”
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) কর্তৃপক্ষের আমন্ত্রণে ইউআইটিএস-এ অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ খ্রি., বৃহস্পতিবার, বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে করোনা মহামারির কারণে স্বল্প পরিসরে আয়োজিত মিলনমেলায় ইউআইটিএস-এর বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিলনমেলা শেষে ইউআইটিএস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন বিদেশী শিক্ষার্থীদের সার্বিক খোজখবর নিতে এক সভায় মিলিত হয়।
আন্তর্জাতিক ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের সুযোগ-সুবিধা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পাশাপাশি, তিনি ইউআইটিএস-এ পড়ালেখাসহ বাংলাদেশে অবস্থানকালীন তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা গুরুত্বসহকারে শোনেন এবং যথাসম্ভব সমস্যবলি সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, সহকারী প্রক্টর জনাব মু. খালিদ মাহবুব খান, জনসংযোগ কর্মকর্তা ও বিওটির অফিস সেক্রেটারি জনাব মো. ওমর ফারুক-সহ বিদেশী শিক্ষার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।