ইউআইটিএস আইন বিভাগের গ্রীষ্ম ও বসন্তকালীন সেমিস্টার-২০২১-এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউআইটিএস-এর আন্তর্জাতিক ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস
September 19, 2021
Minister Birthday
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত
September 29, 2021
Show all

ইউআইটিএস আইন বিভাগের গ্রীষ্ম ও বসন্তকালীন সেমিস্টার-২০২১-এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের গ্রীষ্মকালীন সেমিস্টার-২০২১-এর এলএলবি (সম্মান) এবং বসন্তকালীন সেমিস্টার-২০২১-এর এলএলএম প্রোগ্রামের শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিভাগের উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রি., বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ ইকবাল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস-এর উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, ইউআইটিএস বিওটির আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভুঁইয়া। অতিথিবৃন্দ ইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা, তরুণ প্রজন্মের আইকন আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে নৈতিক ও আদর্শিক জীবন গড়ার পরামর্শ প্রদান করে বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব কামরুন নাহার খান মুক্তি, আইন বিভাগের প্রভাষক মিস রেহনুমা চৌধুরী, মিস ফাহমিদা জোহরা রুপা, জনাব নুসরাত জাহান, জনাব ইসরাফিল হোসেন, জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক-সহ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায় উপলক্ষে বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী স্মারক প্রকাশ করা হয়।