ইউআইটিএস-এ ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর নিউলি এপোয়েন্টেড ফ্যাকাল্টি মেম্বারস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Show all

ইউআইটিএস-এ ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর নিউলি এপোয়েন্টেড ফ্যাকাল্টি মেম্বারস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এ “ক্যাপাসিটি বিল্ডিং ফর নিউলি এপোয়েন্টেড ফ্যাকাল্টি মেম্বারস” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গত ২০ মার্চ, ২০২৩, সোমবার, দুপুর ২.৩০টায় বিশ্ববিদালয়ের সভাকক্ষে নতুন নিয়োগকৃত শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার রিসোর্স পারসন এবং আইকিউএসি’র পরিচালক ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মিসেস সুলতানা রোকেয়া নাহার সঞ্চালিত এ কর্মশালায় সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।

ইউআইটিএসের ফার্মেসি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’২৩ অনুষ্ঠিত
April 3, 2023
ইউআইটিএস-এ বাংলা নববর্ষ-১৪৩০ বরণ
April 16, 2023