ইউআইটিএস-এ দিনব্যাপী “সিভিল ডে” আয়োজিত

ইউআইটিএস ইইই বিভাগের দুই দিনব্যাপী ‘ইলেক্ট্রোফেস্ট সিজন ০৫’ অনুষ্ঠিত
January 24, 2023
ইউআইটিএস” বেসরকারি বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান মিসেস রোস্তমা বেগম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা
February 13, 2023
Show all

ইউআইটিএস-এ দিনব্যাপী “সিভিল ডে” আয়োজিত

দেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে দিনব্যাপী জাঁকজমক পূর্ণভাবে “সিভিল ডে” অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী ২০২২ (শুক্রবার) ইউআইটিএস ক্যাম্পাসে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী ব্যাচের শিক্ষার্থী ও বিভাগীয় সকল শিক্ষকমণ্ডলীর সার্বিক সহযোগিতায় ভিন্নধর্মী এই কার্যক্রম আয়োজিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সেমিনার, মুভি শো, সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টার প্রেজেন্টেশন, র্যাফেল ড্র, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় ব্যান্ড “কুঁড়েঘর”(Kureghor) এর সংগীত পরিবেশিত হয়।
দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়য়ের পিএচপি স্কয়ারে উদ্বোধনী সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ‌ভুঁইয়া। সভায় বিশেষ অতিথী হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী রাকায়েত (Gazi Rakayet), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা সঞ্চালনা করেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মমিনুল হক রাকিব এবং শাবনুর রহমান দোলা।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান স্বাগতে বক্তব্যে এই অনুষ্ঠান বাস্তবায়নে শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বরাবরই সৃষ্টিশীল ও মেধাবীদের মিলনমেলা। আমাদের শিক্ষার্থীদের মেধা বিকশিত করতেই আমরা এধরণের ভিন্নধর্মী আয়োজন করে থাকি”।
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক বলেন, “ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের দারুণ কিছু পোস্টার এবং প্রজেক্ট আমরা এখানে আজকে দেখছি। দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সিভিল ইঞ্জিনিয়ারদের পালন করতে হয়। আমাদের অনেক সাবেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছে। এটি আমাদের জন্য গর্বের এবং আনন্দের”।
অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বেশ আনন্দিত বলে জানিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী রাকায়েত। তিনি বলেন, “আমি চলচ্চিত্রের মানুষ হলেও মূলত আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তাই সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতি আমার নিখাদ ভালোবাসা রয়েছে। ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দেশের অগ্রযাত্রায় বর্তমানের ন্যায় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি আশা করি”। এসময় তিনি দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং উন্নয়নের অন্যতম সারথি প্রয়াত প্রকৌশলী প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী কে শ্রদ্ধাভরে স্বরণ করেন। দেশের বিভিন্ন মেগা প্রজেক্ট এবং উন্নয়ন কার্যক্রমে প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর ভূমিকা সকলের মাঝে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ‌ভুঁইয়া বলেন, “আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এধরণের ব্যতিক্রমধর্মী আয়জনের জন্য। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বেশ গুরুত্বপূর্ণ। পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট ডিসপ্লে এর মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননে বিকাশ ঘটাতে সাহায্য করে”। এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দিনব্যাপী সিভিল ডে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পোস্টার এবং প্রজেক্ট ডিসপ্লে ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়য়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে একটি সেমিনার আয়োজিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অথরাইজড অফিসার মোঃ মেহেদি হাসান খান, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি’র বাস র্যুট রেশনালাইজেশন প্রজেক্ট এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ও প্রজেক্ট ডিরেক্টর ধ্রুব আলম এবং ট্রান্সপোর্টেশন এক্সপার্ট ডি. এম. গিয়াস মালিক।
পরবর্তীতে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও মুভি শো অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়য়ের সাবেক শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের পরিচিতি পর্ব হয়। এবং বিশ্ববিদ্যালয়য়ের সাবেক শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে অসামান্য অবধানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানে দলীয় নাচের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। এসময় গাজী রাকায়েত, জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব রওনক হাসান এবং শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।
শিক্ষার্থীদের পরিবেশনার পর ঐতিহাসিক সব গানে মাতিয়ে তুলেন ব্যান্ড দল “তুষার এন্ড ফ্রেন্ডস”। সর্বশেষ সিভিল ডে অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনার মূল আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড দল “কুঁড়েঘর” নিজেদের গানে মাতিয়ে তুলেন উপস্থিত শিক্ষার্থীদের।