ন্যায়ভিত্তিক সভ্য পৃথিবী গড়তে আইন পেশার মানুষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি পেল ইউআইটিএস ইংরেজি বিভাগের আটজন মেধাবী শিক্ষার্থী
June 19, 2022
ইউআইটিএস-এর বসন্তকালীন নবীনবরণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
July 6, 2022
Show all

ন্যায়ভিত্তিক সভ্য পৃথিবী গড়তে আইন পেশার মানুষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

“ন্যায়ভিত্তিক সভ্য পৃথিবী গড়তে আইন পেশার মানুষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে”
-অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এ এফ রহমান হলের সিটিং প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, ন্যায়ভিত্তিক সভ্য পৃথিবী গড়তে আইন পেশার মানুষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পৃথিবীর সকল মানুষ একই আলো-বাতাস-পানি গ্রহণ করলেও দেশ-মহাদেশের নিরাপত্তার নামে কাঁটাতারের বেড়া দিয়ে মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করা হয়েছে। এতে সভ্যতার উন্নতি হচ্ছে না বাঁধাগ্রস্থ হচ্ছে, তা আমাদের ভেবে দেখতে হবে। তিনি আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে নকলমুক্ত স্বচ্ছভাবে শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই। সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে বিশ্বের দরবারে নিজেদের মেলে ধরতে হবে এবং বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে বৈশ্বিক অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর আইন বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অদ্য ২১ জুন, ২০২২ খ্রি., মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মুটকোর্টে এ সেমিনারের আয়োজন করা হয়। আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ ইকবাল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন (ডাবল গোল্ড মেডালিস্ট) এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া। এছাড়াও আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব রুস্তমা বেগম চৌধুরী, জনাব নাদিয়া শবনম, প্রভাষক জনাব ফাহমিদা জোহরা রূপা, জনাব রেহনুমা চৌধুরী, জনাব মো. ইকরা ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক-সহ বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।