ইউআইটিএস-এ ‘ইংলিশ উইক-২০২১’ পালিত

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আইটি বিভাগের প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
December 27, 2021
ইউআইটিএস আইন বিভাগে সেমিস্টার সমাপনী উৎসব অনুষ্ঠিত
January 19, 2022
Show all

ইউআইটিএস-এ ‘ইংলিশ উইক-২০২১’ পালিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এ ‘ইংলিশ উইক-২০২১’ পালিত হয়েছে। ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ইংলিশ উইক-২০২১’-এ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিভাগীয় প্রভাষক এবং ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাসের বিদায় উপলক্ষে গত ২৭ ডিসেম্বর, ২০২১ খ্রি., সোমবার, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত গ্যালারিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটি উন্নয়নে একাডেমিক শিক্ষার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরামর্শ প্রদান করেন এবং জনাব শুভ দাসের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব নাঈমা আফরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এ এফ রহমান হলের সিটিং প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী। এছাড়াও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম-সহ ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভাগীয় শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান বাবু সঞ্চালিত অনুষ্ঠানের শেষপর্বে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।