ইউআইটিএস-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

ইউআইটিএস আইন বিভাগের মুটকোর্ট উদ্বোধন, নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
October 18, 2021
ইউআইটিএস-এ ফার্মা ফেস্ট-২০২১ অনুষ্ঠিত
October 25, 2021
Show all

ইউআইটিএস-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়।
ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তির মহান বাণীর প্রচারক মহানবী হযরত মোহাম্মদ (সা.)। রবিউল আউয়াল মাসের এ তারিখে তিনি বিশ্বমানবতার শান্তির মহান দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। তাঁর অনুসরন-অনুকরনের মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত। ১২ রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি সনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

অদ্য ২০ অক্টোবর, ২০২১ খ্রি. বুধবার, সকাল ১০:৩০টায় ইউআইটিএসের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের পৃষ্ঠপোষকতায় ঢাকার বারিধারাস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও সকাল ৭:০০টায় খতমে কুরআন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের নাইজেরিয়ান শিক্ষার্থী হাসান, আল হুসাইন ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মেহেদী হাসান, ইউআইটিএসের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো.মিজানুর রহমান বাবু, হাফেজ আব্দুর রহমান, নীনা কাঞ্চন-সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, অফিস প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।