ইউআইটিএস-এ বাংলা নববর্ষ-১৪৩০ বরণ

ইউআইটিএস-এ ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর নিউলি এপোয়েন্টেড ফ্যাকাল্টি মেম্বারস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
April 3, 2023
ইউআইটিএস ইইই বিভাগের বার্ষিক ইফতার মাহফিল ও ইউআইটিএস ইইই অ্যালাম্নাই এসোসিয়েশন কমিটি ঘোষণা সম্পন্ন হয়েছে।
April 16, 2023
Show all

ইউআইটিএস-এ বাংলা নববর্ষ-১৪৩০ বরণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ বরণ করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। বর্ষবরণ উদযাপন উপলক্ষে অদ্য পহেলা বৈশাখ (১৪ এপ্রিল, ২০২৩ খ্রি), শুক্রবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা-সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটিতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে শুভ নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা ও বোর্ড অব ট্রাস্টিজের অফিস সেক্রেটারি জনাব মোঃ ওমর ফারুক-সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেছেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সংশ্লিষ্ট সকলকে শুভ নববর্ষ জানিয়েছেন এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করেছেন।