ইউআইটিএস-এ বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২২ পালিত

ইউআইটিএস-এ উন্নত শিক্ষাদানের লক্ষ্যে সেমিস্টারের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত
September 19, 2022
সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
September 25, 2022
Show all

ইউআইটিএস-এ বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২২ পালিত

“স্বাস্থ্যকর বিশ্বের জন্য ফার্মেসি একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ” শীর্ষক এবছরের প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২২’ পালন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ। দিবসটি উপলক্ষে অদ্য ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রি., রবিবার, সকাল ১১টায় বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্মেসি বিষয়ক গবেষকগণ বিশ্বমানের জীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধ আবিষ্কারের মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উঁচুমানের গবেষণার মাধ্যমে স্বাস্থ্যকর বিশ্ব গঠনের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক-সহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও দিবসটি উপলক্ষে কেক কাটা-সহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্্যালি বের করা হয়।