ইউআইটিএস কুইজ প্রতিযোগিতায় প্রথম নারায়ণগঞ্জ মহিলা কলেজ

ইউআইটিএস-এর ইংরেজি বিভাগে দেয়াল পত্রিকা প্রদর্শনী
January 22, 2023
ইউআইটিএস ইইই বিভাগের দুই দিনব্যাপী ‘ইলেক্ট্রোফেস্ট সিজন ০৫’ অনুষ্ঠিত
January 24, 2023
Show all

ইউআইটিএস কুইজ প্রতিযোগিতায় প্রথম নারায়ণগঞ্জ মহিলা কলেজ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এ উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইউআইটিএস কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সুমাইয়া আক্তার আনিকা। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ও তৃতীয় হয়েছে দনিয়া কলেজের শিক্ষার্থী মোসাদ্দেক হোসাইন। গত ১২ জানুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বারিধারাস্থ বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের সুপার কম্পিউটার ল্যাবে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঢাকা কলেজ, নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গুলশান কমার্স কলেজ, এ কে এম রহমতউল্লাহ কলেজ, দনিয়া কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সলিমউদ্দিন চৌধুরী কলেজ-সহ ঢাকা বিভাগের ১৮টি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এ কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকৃত প্রতিযোগীদের ত্রিশ মিনিটের কুইজ পরীক্ষা শেষে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রণয়নপূর্বক দিবসটির দুপুর ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রথম তিনজনকে প্রাইজমানিসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও আরো বিশজনকে প্রাইজমানি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ইউআইটিএস কুইজ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। অতিথিবৃন্দ বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষা-সহায়ক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সত্যিকারের মেধাবীরা বেরিয়ে আসবে এবং তারা উন্নত দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবে।
ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস এবং কুইজ কমিটির সদস্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক সঞ্চালিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক মোহাম্মদ হাসান, ইউআইটিএসের প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন, কুইজ কমিটির সদস্য সচিব ও বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. ইয়াহিন হোসেন, আইসিটি সেলের পরিচালক জনাব মোঃ মনিরুল ইসলাম, এ কে এম রহমতউল্লাহ কলেজের শিক্ষক জনাব মানিক মিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী-সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কলেজ শিক্ষার্থী ও অভিভাবকগণ ইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ভিডিও চিত্র উপভোগ করেন এবং অনুষ্ঠান শেষে ইউআইটিএস-এর আধুনিক ক্যাম্পাস ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।