ইউআইটিএস ল’ ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও ঈদ পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত

Show all

ইউআইটিএস ল’ ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও ঈদ পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের বিভাগীয় মুট কোর্ট রুমে অদ্য ০৩ এপ্রিল, ২০২৪ রোজ বুধবার, আইন অনুষদের মাননীয় ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বিভাগীয় প্রধান রেহনুমা চৌধুরী, বিভাগীয় শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ঈদ পূর্ব মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আইন অনুষদের মাননীয় ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া সকলকে নিরাপদে ঈদ পালন করার, এবং কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সকলের প্রতি আহবান জানান, সেই সাথে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। পরে উক্ত মতবিনিময় সভায় ইউআইটিএস ল’ ক্লাবের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন শার্মিলা আঞ্জুম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রিয়াদ মিয়া।উক্ত ক্লাবটির এডভাইজর হিসেবে রয়েছেন আইন বিভাগের সম্মানিত শিক্ষক মেহেদী হাসান সরকার। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান রেহনুমা চৌধুরী ইউআইটিএস ল ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং ক্লাবের সর্বাত্মক সফলতা কামনা করেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউআইটিএস-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
March 27, 2024
A workshop entitled “Addressing Complex Engineering Problem through Capstone Project” – Department of CE, UTIS
April 4, 2024