ইউ আই টি এস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন

ইউআইটিএস এ “বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩” উদযাপন
September 25, 2023
Huawei ICT Competition 2023-2024 (Huawei ICT প্রতিযোগিতা 2023-2024)
November 20, 2023
Show all

ইউ আই টি এস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন

আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী। সকল জাহানের শান্তির বাহক হযরতে মুস্তাফা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পৃথিবিতে আগমনের শুভদিন, যিনি পরম করুনাময়, মহা পরাক্রমশালী মহান আল্লাহ তা’লার হাবীব, যিনি পুরো জাহা নের আদর্শ এবং আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসুল। যার জন্য আল্লাহ নাযীল করেছেন শ্রেষ্ঠ কিতাব, মহা পবিত্র আল-কুরআন।

মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব দিবসটি ফাতেহায়ে দোয়াজ-দহম নামে পরিচিত। ‘ফাতেহায়ে দোয়াজ–দহম’ কথাটি ফারসি ভাষা হতে আগত। দোয়াজ-দহম মানে বারো, ফাতেহায়ে দোয়াজ-দহম অর্থ বারো তারিখের ফাতেহা অনুষ্ঠান। কালক্রমে এ দিনটি মিলাদুন নবী (সা.) নামে প্রসিদ্ধি লাভ করে। এর অর্থ হলো নবী (সা.)–এর জন্ম অনুষ্ঠান। ধীরে ধীরে এর সঙ্গে ‘ঈদ’ শব্দ যোগ হয়ে ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’ রূপ লাভ করে। যার অর্থ হলো মহানবী (সা.)–এর জন্মোৎসব। এ পর্যায়ে আরেকটি পরিভাষারও প্রচলন ঘটে ‘সিরাতুন নবী (সা.)’ অর্থাৎ নবী (সা.)–এর জীবনচরিত বা জীবনী আলোচনা অনুষ্ঠান।

‘বালাগাল উলা বি কামা-লি হি, কাশাফাদ দুজা বি জামা-লি হি; হাছুনাত জামিউ খিছ-লি হি, ছল্লু আলাইহি ওয়া আ-লি হি।

‘পূর্ণতায় যিনি ঊর্ধ্বে  সবার; তাঁর রূপের ঝলকে কেটেছে আঁধার, সবকিছুই সুন্দর তাঁর; দরুদ তাঁকে ও তাঁর পরিবার।’

আজকের এই বিশেষ দিনটির যথাযথ তাৎপর্য  অনুধাবন এবং মুসলিম উম্মার জন্য আনন্দ উদযাপনের জন্য বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনলজি এন্ড সাইন্সেস” এর পি.এইচ.পি চত্বরে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সাভা এবং মিলাদ মাহফিলের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. মুহাম্মদ আবু হাসান ভুঁইয়া(ভারপ্রাপ্ত), আমন্ত্রিত অতিথী হিসেবে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ড. মোঃ আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ কে এম সাইফুল ইসলাম খান, উপদেষ্টা, বোর্ড অফ ট্রাস্টিজ, ইউ আই টি এস। আমন্ত্রীত বক্তারা তাঁদের বক্তব্যের মাধ্যমে বর্তমান মুসলমানদের এই গুরুত্বপূর্ণ দিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং ড. মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া,ডিন ও আইন উপদেষ্টা, বোর্ড অফ ট্রাস্টিজ, ইউ আই টি এস। এছাড়াও উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অনুষদবৃন্দ, কর্মকর্তা – কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে মহিলা উপস্থিতির জন্য আলাদা বসার সুব্যাবস্থা রাখা হয়। অনুষ্ঠানের শেষে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান, পি.এইচ.পি. পরিবারের সকল সদস্যবৃন্দ, পরিচালক এবং আয়োজকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের সকল সদস্যদের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অত্যন্ত তাৎপর্যমন্ডিত আলোচনা সভা এবং মিলাদ মাহফিল এর শেষে সমস্ত মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে আজকের এই বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।