জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করেছে ইউআইটিএস

ইউআইটিএস আইন বিভাগের ঈদ পুনর্মিলনী ও এলামনাই সম্মেলন অনুষ্ঠিত
August 6, 2021
জাতীয় পর্যায়ে ইউআইটিএস-এর আইটি বিভাগের ঈর্ষণীয় সাফল্য
September 2, 2021
Show all

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করেছে ইউআইটিএস

নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় শোক দিবস ২০২১’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। অদ্য ১৫ আগস্ট, ২০২১ খ্রি., রবিবার সকাল ১০টায় এ উপলক্ষে ইউআইটিএস-এর উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।


বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এটি একটি জঘন্যতম হত্যাকা-। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নে তাঁর স্বপ্নগুলোকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে চলেছেন। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএসের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. এম কায়কোবাদ। আলোচনায় অংশগ্রহণ করেন ইউআইটিএসের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া ও লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী। বিশ্ববিদ্যালয়ের পেজে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।


শোকাবহ দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে রাজধানীস্থ ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মো. তারিকুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও, শোকাবহ দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন-সহ সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।