ডেমরা-ইউআইটিএস রুটে বাস-সার্ভিস উদ্বোধন

ইউআইটিএস বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ‘কনফেশনাল স্টেটমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
January 1, 2023
রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন ইউআইটিএসের ২৮ মেধাবী শিক্ষার্থী
January 4, 2023
Show all

ডেমরা-ইউআইটিএস রুটে বাস-সার্ভিস উদ্বোধন

ইউআইটিএস-এ যুক্ত হলো ডেমরা (৬ষ্ঠ) রুটে নতুন বাস-সার্ভিস। অদ্য ০১ জানুয়ারি, ২০২৩ খ্রি., রবিবার দুপুর ২ টায় বারিধারা জে ব্লক সংলগ্ন ভাটারা থানাধীন মধ্য-নয়ানগরস্থ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর স্থায়ী ক্যাম্পাসে ৬ষ্ঠ রুটে শিক্ষার্থীদের বাস-সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

৬ষ্ঠ রুটে বাসটির জিরো পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ‘ডেমরা স্টাফ কোয়ার্টার’। সেখান থেকে বাসটি সকাল ৬:৩০ টায় ছেড়ে মিরপাড়া, আতিক মার্কেট, মেন্দিপুর, মোস্তমাঝি, নাগদারপাড়, ত্রিমোহনী, মেরাদিয়া বাজার, ফরাজী হাসপাতাল, রামপুরা ব্রিজ হয়ে ইউআইটিএস ক্যাম্পাস এবং দুপুর ২:৪০ টায় ইউআইটিএস ক্যাম্পাস থেকে ছেড়ে একই রুটে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে নিয়মিত যাতায়াত করবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, গাউছিয়া, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় গেট, সাভারের আমিনবাজার ও মিরপুর বাংলা কলেজ থেকে ইউআইটিএস ক্যাম্পাসে আপ-ডাউন ট্রিপে পাঁচটি রুটে নিয়মিত বাস-সার্ভিস চালু রয়েছে। এখন থেকে মোট ছয়টি রুটে বাসগুলো নিয়মিত (বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়) যাতায়াত করবে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, আইকিউএসি’র পরিচালক ড. মো. মিজানুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোঃ আশরাফুল হক-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।