শিল্পের প্রয়োজনে শিক্ষার রূপান্তর: রুপকল্প ২০৪১ অর্জনে প্রকৌশলীর দৃষ্টিভঙ্গি

ইউআইটিএস-এ আইন বিভাগ ও ল’ ক্লাবের উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ” অনুষ্ঠিত
April 22, 2024
𝗨𝗜𝗧𝗦 𝗜𝗤𝗔𝗖 𝗛𝗼𝘀𝘁𝘀 𝗛𝗶𝗴𝗵-𝗟𝗲𝘃𝗲𝗹 𝗠𝗲𝗲𝘁𝗶𝗻𝗴 𝘄𝗶𝘁𝗵 𝗞𝘆𝘂𝗻𝗴𝗱𝗼𝗻𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗚𝗹𝗼𝗯𝗮𝗹 𝗞𝗼𝗿𝗲𝗮 𝗗𝗲𝗹𝗲𝗴𝗮𝘁𝗶𝗼𝗻
April 24, 2024
Show all

শিল্পের প্রয়োজনে শিক্ষার রূপান্তর: রুপকল্প ২০৪১ অর্জনে প্রকৌশলীর দৃষ্টিভঙ্গি

দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) এর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) কর্তৃক “শিল্পের প্রয়োজনে শিক্ষার রূপান্তর: রুপকল্প ২০৪১ অর্জনে প্রকৌশলীর দৃষ্টিভঙ্গি” শীর্ষক জাতীয় সিম্পোজিয়াম আয়োজিত। সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং ইউআইটিএস এর ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম।
প্রকৌশল শিক্ষার পাঠ্যক্রম এবং কার্যক্রম যুগোপযোগী রাখার উদ্দেশ্য নিয়ে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে আয়োজিত এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী, জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি.। সিম্পোজিয়ামে অন্যান্য বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর সভাপতি, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, এম.পি. এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুজুরি কমিশন (ইউজিসি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সহ আইইবি’র অন্যান্য নেতৃবৃন্দ। BAETE এর চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এএফএম সাইফুল আমিন সিম্পোজিয়ামের সভাপতিত্ব এবং সভায় মূল বক্তব্য রাখেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন BAETE এর সদস্য সচিব প্রফেসর ড. ইঞ্জিনিয়ার কাজী বায়েজিদ কবির।
একাডেমিয়া এবং বিভিন্ন শিল্পের প্রায় ২০০ জনের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব এই প্রাণবন্ত অনুষ্ঠানে যোগদান করেন।