স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইউআইটিএস-এ আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইউআইটিএস-এর শ্রদ্ধা নিবেদন
March 28, 2021
শিক্ষাজীবন কাজে লাগাতে পারলে সাফল্য অনিবার্য: সুফি মিজান রহমান
May 31, 2021
Show all

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইউআইটিএস-এ আলোচনা সভা

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অদ্য ২৮ শে মার্চ, ২০২১ খ্রি., রবিবার সন্ধ্যা ৭টায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস-এর ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফৈরদৌসী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নাতে রাসূল (সা.) পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ ইকবাল হাছান এবং কুরআন তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।