২০২৪ সালের ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) গত ৭ ও ৮ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। প্রোগ্রামিং কনটেস্টটিতে ইউআইটিস এর দল UITS_O(struggle) চারটি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে ১১২তম স্থান অর্জন করেছে।
দলটির সদস্যরা ছিলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মেহেদি হাসান, গোলাম জিলানি এবং ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের সালফি আলম সাবিত।
উল্লেখ যে, এই এনসিপিসিতে সারা দেশ থেকে প্রায় ১১০০ টি দল অংশগ্রহন করে, যাদের থেকে প্রিলিমিনারি রাউন্ডের মাধ্যমে ১৯৬ দলকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এ মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্টটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহায়তায় ১৯৯৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।