ইউআইটিএস আইন বিভাগে সেমিস্টার সমাপনী উৎসব অনুষ্ঠিত

ইউআইটিএস-এ ‘ইংলিশ উইক-২০২১’ পালিত
December 30, 2021
“ইউআইটিএস-এর ভিসির সাথে বিজনেস স্টাডিজ বিভাগের নতুন হেডের সৌজন্য সাক্ষাৎ”
January 19, 2022
Show all

ইউআইটিএস আইন বিভাগে সেমিস্টার সমাপনী উৎসব অনুষ্ঠিত

১৩ জানুয়ারি, ২০২২ খ্রি. রোজ মঙ্গলবার রাজধানীর বারিধারা সংলগ্ন মধ্যনয়াগরস্থ ইউআইটিএস এর নিজস্ব ক্যম্পাসের পিএইচপি চত্বরে আইন বিভাগ এর শরৎকালীন ২০২১ “সেমিস্টার ক্লোজিং পার্টি” অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্যানডেমিকের পর স্বশরীরে ক্লাসে অংশগ্রহনপূর্বক শিক্ষার্থীরা যেনো উৎফুল্ল ও খোশ মেজাজে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহন করতে পারে তাই পরীক্ষার পূর্বক্ষণে আইন বিভাগের এই উদ্যোগ।

আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইকবাল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিস্টার সমাপনী উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. নজরুল ইসলাম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. মোফাজ্জল হোসেন এবং সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আনোয়ার হোসেন। এছাড়া আইন বিভাগের শিক্ষক জনাব নাদিয়া শবনম, জনাব রুস্তমা বেগম চৌধুরী, জনাব ফাহমিদা জোহরা রুপা, আইন বিভাগের ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আইন বিভাগের শিক্ষক জনাব রেহনুমা চৌধুরী এবং নুসরাত জাহানের নির্দেশনায় অনুষ্ঠিত এ গালা পার্টির সঞ্চালনায় ছিলেন আঞ্জুমান আরা ইতি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাত্রছাত্রীরা বিভিন্ন আউটডোর গেইমে মেতে উঠে। ছাত্রীদের জন্য পিলো পাসিং,সুই সুতা গাঁথা এবং ছাত্রদের জন্য মোরগের লড়াই, হাটু দৌড়ের মতো শৈশব সুলভ নানা আয়োজন রাখা হয়। লাঞ্চ বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশনা।বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, র‍্যামসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় সেমিস্টার ক্লোজিং পার্টি।