ইউজিসির ‘আউটকাম বেজ্ড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ বিষয়ক কর্মশালায় ইউআইটিএসের অংশগ্রহণ

ইউআইটিএস-এর সিএসই বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত
April 20, 2022
ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি পেল ইউআইটিএস ইংরেজি বিভাগের আটজন মেধাবী শিক্ষার্থী
June 19, 2022
Show all

ইউজিসির ‘আউটকাম বেজ্ড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ বিষয়ক কর্মশালায় ইউআইটিএসের অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি আদর্শ শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ‘আউটকাম বেজ্ড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ও ১৩ জুন, ২০২২, রবিবার-সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী (ইউজিসি) কর্তৃক দুইদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

‘ওবিই’ কারিকুলাম বাস্তবায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবন্ধকতা দূর করার জন্য আয়োজিত দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী দিনের প্রশিক্ষক ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক জনাব ফারহিন হাসান এবং সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাজহারুল ইসলাম। ইউআইটিএস-এর পক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিসেস নাঈমা আফরিন, বিজনেস স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ ইয়াহিন হোসাইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক জনাব মোঃ মনিরুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক মিসেস নাদিয়া শবনম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ তারিকুল ইসলাম।