জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন করেছে ইউআইটিএস

ইউআইটিএস-এর আইন বিভাগের নবীনবরণে বিচারপতি (অব.) আব্দুল হাকিম: “ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অনন্য”
August 6, 2023
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শরৎকালীন নবীনবরণ ২০২৩ অনুষ্ঠিত
September 11, 2023
Show all

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন করেছে ইউআইটিএস

নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় শোক দিবস ২০২৩’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। অদ্য ১৫ আগস্ট, ২০২৩ খ্রি., মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার নেতৃত্বে রাজধানীস্থ ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সেইসাথে, শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারি প্রক্টর মো. শামীম হোসেন-সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে বিভাগীয় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, শোকাবহ দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।