বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ইউআইটিএস

Seminar on Higher Studies Abroad
March 14, 2020
ইউআইটিএস ও গুলশান ক্লিনিকের মধ্যে সমঝোতা
August 24, 2020
Show all

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ইউআইটিএস

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ অদ্য ১৭ মার্চ, ২০২০ খ্রি.,
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীস্থ ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ কেক কেটে উদযাপন করা হয়। এ দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা নিবেদন করা হয় এবং তাঁর পরিবারের সকল সদস্য ও দেশ-জাতির কল্যাণ কামনা-সহ নভেল করোনা ভাইরাসের মত সকল প্রকার খোদায়ী গজব থেকে হেফজতের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মদিনের এ উৎসবে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, লিবারেল আর্টস এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন ড. আরিফাতুল কিবরিয়া, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।