বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) কর্তৃপক্ষ। ২৬ শে মার্চ, ২০২১ খ্রি., শুক্রবার ভোর ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে বারিধারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, সহকারী প্রক্টর জনাব শুভ দাস ও জনাব মু. খালিদ মাহবুব খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।